ডিসেম্বর ২৩, ২০২৪

অস্থির প্রজন্ম

স্বপ্না রহমান

এক অস্থির প্রজন্মের উদয়–

‘আপনি’ টুকুন নেই বলার সময়!

এতো টা-ই অস্থির তাঁরা —

পরম বন্ধু হতে চায় ;

পরিচয় পর্ব ছাড়া।

পরপরই তুমি……

‘আপনি’ সম্বোধন হয়ে গেছে হাওয়া

এ-আবার বলা যায় নাকি–!

ব্যাক-ডেটেডে গেছে পাওয়া।

বলি…..

একটু স্থির হও বাপু—

পরিচয় পর্বটা সারা যাক,

জানা-শোনা, ছোটো-বড়, ছেলে-মেয়ে

কিংবা বয়সটা কত হোক জানা!

ওমা…..

একি বলো, বয়স যে একটা সংখ্যা মাত্র

একি তোমার নেই জানা–!!

এতো ধৈর্য নেই, সে হবে ক্ষণ,

জানা-শোনা, ছেলে- মেয়ে

সবারই থাকে নামে বেনামে স্বজন।

আগে বল…..

হবে নাকি ভালো বন্ধু আমার!

শুধালাম,

ভালো বন্ধুর ব্যাখ্যা ঠিক কি?

নেই ত আমার জানা —

খানিকটা যদি ইঙ্গিত দিতে,

সুবিধে হতো পরের পর্ব খানা।

অবাক কাণ্ড, মাথায় হাত

শুনে পড়লো বজ্রপাত —

একেই বলি,অস্থির জেনারেশন

কথা বলায় –নেই পেরেশান ।

ওরে বাবা……

ঘোড়ার রেসে ছুটে চলা

খানিকটা হবে কম বলা।

বজ্রপাতের ন্যয় ছুটে চলে

এতো টা-ই গতিবেগে ।

এরপর ..…..

আপনি টপকিয়ে তুমি

তারপর –ভালোবাসার ঘর,

কে আপন, কে পর

তৃতীয় পর্বে ‘তুই’ সর…..!!

বুড়োরাও কম নয় —

সমানতালে, আধুনিকতার নামে

সুযোগ পেলেই —

ভার্চুয়ালে ডু মারে, হেলো-হাই, বাই-বাই

আমি তোমার বন্ধু হতে চাই…!!

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *