অভিশাপ
অভিশাপ
মো. শাহীন মিয়া
ভেঙ্গে গেলে নদীর ও বাঁধ ভাঙ্গে বসত ঘর,
লোকালয়ে সবার মনে উঠে তখন ঝড়।
ডাঙায় যাঁরা থাকে তখন ডাঙায় তাদের নেই,
যেমন পারে তেমন তাঁরা হাত বাড়িয়ে দেই।
হৃদয় মাঝে আঘাত দিয়ে খুঁজে যাঁরা সুখ,
তাদের উপর অভিশাপ দে কত মজলুম লোক।
জালিম হয়ে জুলুম করো ঝড়াও চোখের জল,
চিন্তা তোমার তাঁর ঐ গাঁয়ে নেই তো তেমন বল।
চোরা দিয়ে আঘাত করলে মুছে যাবে দাগ,
অন্তরে কেউ আঘাত পেলে প্রভু করেন রাগ।
ভুল করিলে মাফ করিবেন আমার প্রভু সব,
মজলুম ব্যক্তি আঘাত পেলে মাফ করেন না রব।
নয়ন জলে ভাসলে কেহ জবান থাকলে চুপ,
আরশ থেকে আসবে তোমার অভিশাপের ধুপ।
নিজের ভালোর জন্য নাহি জুলুম করো আর,
অন্যায় ভাবে আঘাত করলে অভিশাপ দে তার।
কষ্ট পেলে ভুলে মানুষ জুলুম ভুলে নাই,
মজলুম ব্যক্তি কষ্ট পেলে কৃপা পাওয়া দায়।
শান্তি সুখের জন্য তুমি জুলুম করো ভাই,
চিন্তা করে দেখো তুমি সুখ কি পাওয়া যায়।
নিজের কল্যাণ তালাস করো মন্দ কভু নয়,
অন্যায় ভাবে আঘাত করলে হয় না প্রভুর ভয়?
মজলুম ব্যক্তি হাত বাড়ালে আরশ উঠে কাঁপ,
তোমার আঘাত তোমার জন্য হবে অভিশাপ।