অপরিনামদর্শী।
অপরিনামদর্শী
ইউসুফ ইকবাল জুয়েল
তোমার আমার দেখা হয়েছিল কোনএক দিন,ক্ষণিকের তরে,
অনেক বছর পরে—
ব্যস্ততম পথচারীর ভীড়ে,রাস্তার মোড়ে,
এই তুমি!সেই তুমি?,কন্ঠ রূদ্ধ,
মূহুর্তেই আমি যেন বাক প্রতিবন্ধী “লখা”।
বুকে ছিল প্রেম,মুখে ছিলনা ভাষা,
কিছুই বলা হয়নি আমার।
স্বামী, সংসার,সন্তান, সন্তুতি নিয়ে
কেমন আছো তুমি?ইচ্ছে করেনি জানতে।
সেদিনের সেই তুমি, আজ —
ছেলের পরীক্ষা,মেয়ের একাগ্রতা
সবমিলিয়ে অন্তহীন ব্যস্ততা তোমার !!
ইচ্ছা অনিচ্ছায় লাট সাহেবকে খুশি করার রুটিন ওয়ার্ক তো আছেই।
নানা কারণে বদলে গেছ তুমি!!
আমিও কি কম বদলেয়েছি বলো?
বছর বিশেক আগে, দিনভর তোমায় রাখতাম মনে
আর এখন, চব্বিশ ঘন্টাই রাখি অন্তরে
প্রকাশে,অপ্রকাশে, শয়নে-স্বপনে
অন্য রকম স্বার্থহীন প্রেমে ডুবছি, আবার প্রতিনিয়ত ভাসছি,
এ যেন অদম্য ভালোবাসার, অপরিনামদর্শী।