অনুশাষনে মানুষ
অনুশাষনে মানুষ
রাশেদ সরোয়ার
মা-বাবার অবহেলা-অকদরে সন্তান নষ্ট হয়,
ছোট বেলা থেকেই পরিবেশগত শিক্ষা-আদর-ভালবাসা অনুশাষনে মানুষ করতে হয়।
নয়তো বড় হলেই আর সম্ভব হয়না।
তখন মা-বাবার ঘুম হারাম হয়—-
সন্তানের চিন্তা ফিকিরে।
অতি কড়া শাষনে ও সন্তান তিক্ত হয়—-আরো বিগড়ে যায়।
সন্তানকে যত্নে গড়তে হয় শিশু কাল থেকেই।
______অভাবেও নষ্ট হয় সন্তান।
তবে শিশু কাল থেকেই অল্পে তুষ্ট হওয়া শেখাতে হয়।
মা-বাবার শিক্ষিত হওয়া খুব জরুরী।
সন্তানের ভাবনা গুলো ছোট কাল থেকেই বন্ধু সুলভ আচরণে বুঝিয়ে দিতে হয়।
অতি কর্কস শাষনে ও সন্তান খিটখিটে হয়।
আদব আখলাক ধর্মীয় রীতিনীতি,পরিচ্ছন্নতা এমনকি উদার মনের ও পোক্ত করে গড়ে তুলতে হয়।
লেখা পড়ায় মনোযোগ না হলে,প্রয়োজন ভেদে স্থান পরিবর্তন করে খেলার ছলে আনন্দ বিনোদনের সাথে বাচ্চাদের মনোযোগ বাড়াতে হয়।
_____শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার চেয়ে পরিবেশগত শিক্ষায়ই সবচেয়ে বেশি বাচ্চাদের উদ্ভুদ্ধ করে।
একটি সন্তান মানুষের মত মানুষ হলে দেশ ও জাতির অনেক উপকার হয়।
মা-বাবার মুখ উজ্জ্বল হয়।
মা-বাবা চিন্তা মুক্ত থাকে।
শেষ বয়সে একটু প্রশান্তির আশা করা যায়।