অনাকাঙ্খিত রৌদ্র
অনাকাঙ্খিত রৌদ্র
শারমিন নাহার ঝর্ণা
এই যে চোখ দুটো লোনা জলেই
অবিরত করতে চায় স্নান,
এই যে মন সে কেবলই বিভোর থাকে
বাসি পঁচা দুঃখ গুলোর অ্যালবাম নিয়ে।
এই যে হতাশা বাসা বেঁধে আছে
মাকড়সার জালের মতো হৃদয়ের
প্রতিটি দেওয়াল জুড়ে।
অকস্মাৎ রৌদ্র এসে বলল শোন
আর কত হতাশায় পুড়বে?
আমার মতো পোড়াতে শেখ,
দেখবে হতাশা, দুঃখ,বিষাদ সব পালিয়ে গেছে,
থকথকে দূর্বাঘাসের মতো তুমি আছো বেঁচে।