ডিসেম্বর ২৩, ২০২৪

অনন্তের অন্বেষণে

0

অনন্তের অন্বেষণে

শাহনাজ পারভীন মিতা

আকাশের ছায়া পড়ে অসীম সমুদ্রজলে

নীল থেকে নীল রুপ সাগর দোলে,

উত্তাল ঢেউ শুধুই জীবনের কথা বলে

কখনও কি আকাশ মিশে সেই অথইজলে !

নোনাজল যার বুকে মিশে থাকে কেউ

আকাশের নিঃসীম কষ্ট ও অবিরাম ঢেউ,

আকাশের রঙে রঙ বদলায় সমুদ্রজল

তুমি কি সমুদ্র হবে আমার ! হৃদয় টলমল।

আমি অসীম আকাশ দূর নীল দিগন্ত

কখনও নীলে নীল তোমার বুকে ছায়া বসন্ত,

বর্ষায় গহন অন্ধকারে অবিরাম রিমঝিম

আমার কান্না মিশে ঢেউ করে ঝিলমিল ।

তুমি ও উত্তাল হবে আমার বিরহ বেদনায়

অনুভবে বঙ্গোপসাগরের নির্জন বালুকাবেলায় ।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *