অধীর নিস্তব্ধতা
অধীর নিস্তব্ধতা
চন্দ্রাবলী মুখোপাধ্যায়
আজকাল শব্দগুলো যখন-তখন আমার পাশে
হাঁটু গেড়ে বসে থাকে।
ওদের ফিরিয়ে দিতে গেলেই-
ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে ‘চুপ’।
শব্দ-চালাচালির তীব্র আওয়াজ কানে যেতেই-
ভাবনাগুলো কিছুটা হেঁটে এসে, ফিরে যায়।
কী যে করি, সর্বস্ব বন্ধক দিলে
যদি একটু নীরবতা মিলতো, তাহলেও…!
খসখসে ঠোঁটে তেষ্টা ভর করে।
আমার শালিক, ভোর আনে না।
মাচার গাছে ফুল ফোটে না।
সবাই বুকের কাছাকাছি,
তবু আলিঙ্গনের উষ্ণতা অধরাই থেকে যায়,
অক্ষর ও বাক্যের মাঝখানে তাই আটকে পড়ি।
তখন একটা অধীর নিস্তব্ধতা
এই নিস্তব্ধতাই চেয়েছিলাম কি!