অদেখা প্রেমের কাহিনী
অদেখা প্রেমের কাহিনী
বিকাশ রায়
তোমাকে দেখিনি কখনো চেনা পথে চেনা রাস্তায়
দেখিনি কখনো বৃষ্টির শ্রাবণ ধারায়
দেখিনি কখনো জোৎস্নার আলোর মাঝে মুখ
দেখিনি কখনো কাজল চোখে মন হারাতে।
তোমাকে যখন দেখলাম ফেসবুকে
জানিনা কেন এমন হয় বুকের ভিতর
অকারণে গান কবিতা লিখতে মন চায়
অকারণে শুধু হাসি, অকারণে হই এলোমেলো
অকারণে ইচ্ছে করে হারিয়ে যাই বহুদূর
শুধু তোমাকে ভেবে মরে?
অথচ
তুমি কখনো দেখোনি আমাকে চেনা রাস্তায় চেনা পথে
লিখোনি কখনো হাজারো চিঠি ডাক্সবাক্সয়ে
করোনি কখনো রাত জেগে নিদ্রাভঙ্গ অপেক্ষা।
আর আমি
তোমাকে ভেবে অদেখা প্রেমের কাহিনীতে
ভালোবেসেছি,
স্বপ্ন দেখি, ঘর বাঁধি,
আরও কত কিছু ভাবতে ইচ্ছে করে।
মনের শহরে।