অটুট সর্ম্পক
অটুট সর্ম্পক
কাজী শামীমা রুবী
দুটি মনের বন্ধুত্বটা না হয়, নাইবা আজ হলো।
তুমি আমি নাইবা হলাম অতি নিকট আপনজন।
গল্পকথায় কাব্যমালা সুপ্ত অলীক কিছু স্বপন।
দুজনের এই কথনগুলো থাকুক অতি গোপন।
পরিচয়টা থাকুক না হয় একটুখানি দূরের
মায়ার বাঁধন আবিষ্ট থাক কন্ঠে আর সুরে।
প্রশান্তি টা থাকুক না হয় গহীন হৃদয় জুড়ে
দমকা হাওয়ায় সম্পর্কটা যায়না যেন মরে।
সম্পর্কটা অটুট থাকুক দুজনে দূরত্বটা রেখে
কলঙ্কের কালিটা কেউ না দেয় যেন মেখে।
মনের ঘরে নীল কষ্ট যাব অবলীলায় সয়ে
হাসিখুশি দুজন, অনন্তকাল থাকি বন্ধু হয়ে।